• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিঙ্গাপুরে বসেই এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ

প্রকাশিত: ১৪:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সিঙ্গাপুরে বসেই এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পদত্যাগ

ফাইল ছবি

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) তার পদত্যাগের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন সং‌শ্লিষ্ট এক কর্মকর্তা।

জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি ই-মেইলের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আজকেই জানানো হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ আগস্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।

বিভি/টিটি

মন্তব্য করুন: