• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-ভারত ফ্লাইটে যাত্রী সংকটে এয়ারলাইন্স বন্ধের উপক্রম (ভিডিও)

প্রকাশিত: ১২:৪২, ৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৩৮, ৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ

যাত্রী সংকটে বন্ধের উপক্রম বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল। ভারত ভিসা কার্যক্রম সীমিত করায় চরম যাত্রী খরায় পড়েছে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো। ঢাকা-কলকাতার রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে নভোএয়ার। ইউএস বাংলাও গুটিয়েছে চট্টগ্রাম-কলকাতা রুটের ফ্লাইট। ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রীও না পেয়ে অন্য রুটে ফ্লাইট নেমেছে অর্ধেকে। এই ধারা চলতে থাকলে শিগগির দু'দেশের আকাশপথের যোগাযোগ বন্ধের শঙ্কা এয়ারলাইন্সগুলোর। 

জানা যায়, দুই মাস আগেও প্রায় শতভাগ যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বেশিরভাগ ফ্লাইট। কিন্তু, সেই চিত্র পাল্টে গেছে ৫ আগস্টের পর। ভারত নামমাত্র মেডিকেল ভিসা ইস্যু করলেও পর্যটনসহ অন্য ভিসা বন্ধ রাখায় ফ্লাইট অর্ধেকে নামিয়ে এনেছে দেশি-বিদেশি ছয়টি এয়ারলাইন্স। 

এদিকে, যাত্রী সংকটে ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটের পাখা গুটিয়ে রেখেছে নভোএয়ার। ভিসা জটিলতা শিগগির দূর না হলে বাংলাদেশ থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লিসহ অন্য রুটের ফ্লাইটও বন্ধের শঙ্কা তাদের। আকাশপথের যোগাযোগ স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন দূর করার জোর তাগিদ এয়ারলাইন্সগুলোর। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2