খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছালো বাণিজ্যমেলার উদ্বোধন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই মেলার উদ্বোধন করার কথা ছিল। তবে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় এই উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেলা শুরুর সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শোকের কারণে তা পেছানো হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গত সোমবার জানিয়েছিলেন, ১ জানুয়ারি মেলা শুরুর সব কার্যক্রম চূড়ান্ত ছিল।
আপাতত আগামী ৩ জানুয়ারি মেলা উদ্বোধনের একটি প্রাথমিক লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানা গেছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: