• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চামড়া শিল্প খাতকে কাজে লাগাতে পদক্ষেপ নেবে সরকার: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৮:০৭, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
চামড়া শিল্প খাতকে কাজে লাগাতে পদক্ষেপ নেবে সরকার: অর্থ উপদেষ্টা

ছবি: ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা  ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ শেষ করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে চামড়া খাতের উদ্যোক্তাদের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চামড়া একটি সম্ভাবনাময় খাত। এই খাতকে কাজে লাগাতে পদক্ষেপ নেবে সরকার। এ সময় তিনি উদ্যোক্তাদের চামড়া খাতের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

চামড়া খাতের উদ্যোক্তারা বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ শেষ না হওয়ায় বৈশ্বিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাওয়া যাচ্ছে না।  ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এ কারণে চামড়া রফতানি করা যাচ্ছে না বলেও জানান উদ্যোক্তারা। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2