• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘ঈদে ১০ কেজি করে চাল উপহার পাবে এক কোটি পরিবার’

প্রকাশিত: ১২:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘ঈদে ১০ কেজি করে চাল উপহার পাবে এক কোটি পরিবার’

ছবি: আলী ইমাম মজুমদার ও সালেহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়ে ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জোর করে কর হার না বাড়িয়ে ট্যাক্সের আওতা বাড়ানোর চেষ্টা করতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে তারা এসব কথা বলেন। 

অর্থ উপদেষ্টা জানান, গ্রামের ব্যবসায়ীদের ট্যাক্সের আওতায় আনার সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। জেলা প্রশাসকদের সাথে সরকারের যোগাযোগ আরো বাড়ানো হবে। আয় বাড়ানোর ওপর জোর দেন তিনি। ডিসিদের সেবক হিসেবে জনগণের কাছে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভাল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হবে। এছাড়া, রোজার সময় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়ার কথা জানান তিনি। ১০ই মার্চের মধ্যে অপেক্ষায় থাকা নামজারি শেষ হবে বলেও জানান আলী ইমাম মজুমদার। 

বিভি/এআই

মন্তব্য করুন: