চতুর্থ ও পঞ্চম কিস্তির বিষয়ে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

ছবি: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ
বাংলাদেশের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের কাছ থেকে এক দশমিক দুই বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ। এতেও সম্মতি দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংক ও আইএমএফের অর্থ ছাড়াই বাংলাদেশ ভালো চলছে। তাই সব চাপিয়ে দেওয়া শর্ত মেনে নিতে হবে, এমন নয়।
ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে সালেহউদ্দিন বলেন, মার্কিন প্রশাসনের নতুন শুল্ক আরোপের বিষয় নিয়ে এবারের যুক্তরাষ্ট্র সফর ইতিবাচক প্রভাব ফেলবে দু'দেশের বাণিজ্যে। এরইমধ্যে দেশটির সঙ্গে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এতো বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
বিভি/এআই
মন্তব্য করুন: