বিশ্ববাজারে প্রযুক্তিনির্ভর তৈরি পোশাকের প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তৈরি পোশাকের প্রতিযোগিতা প্রযুক্তিনির্ভর হলেও সেই তুলনায় পিছিয়ে বাংলাদেশ। চীন, ভিয়েতনাম ও তুরস্কের মতো দেশ প্রিমিয়াম বাজার দখলে নিলেও এখনো কম দামের বেসিক পণ্যের রফতানির ওপর নির্ভরশীল দেশের পোশাক খাত। প্রযুক্তিগত দুর্বলতা ও অবকাঠামো সমস্যায় কাঙিক্ষত পর্যায়ে উন্নীত হয়নি এই শিল্পের রফতানি।
যান্ত্রিক ছন্দে মেশিনে নিখুঁত গতিতে তৈরি হয় বিশ্বমানের পোশাক। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিখুঁত হাতে গড়ে উঠছে দামি ব্র্যান্ডের গল্প।
দেশে গড়ে ওঠা আড়াইশ'টি সবুজ কারখানাসহ হাতেগোণা কয়েকটি শিল্প বদলে গেছে প্রযুক্তির ছোঁয়ায়। বদলে যাওয়া এসব কারখানায় দক্ষতা আর নতুনত্বের মিশেলে তৈরি হচ্ছে বৈচিত্রময় পোশাক।
বিশ্ববাজারে রফতানিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও চীন-ভিয়েতনামের তুলনায় এখনো পিছিয়ে বাংলাদেশ। উচ্চমূল্যের পোশাক রফতানিতে অংশীদারিত্ব আটকে আছে ১৫ শতাংশের মধ্যে। পোশাকের ইউনিট প্রতি গড় দামের প্রতিযোগিতাতেও পিছিয়ে বেশ খানিকটা।
প্রিমিয়াম ক্যাটাগরির বড় বাজার ধরতে বৈচিত্রময় পণ্য তৈরির দিকে নজর দেয়ার এখনই উপযুক্ত সময় মনে করেন উদ্যোক্তারা।
বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ও দক্ষতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।
বিভি এ/আই
মন্তব্য করুন: