• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবারের বাজেট কোনোভাবে উচ্চাভিলাষী হবে না: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ২৩:০২, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এবারের বাজেট কোনোভাবে উচ্চাভিলাষী হবে না: এনবিআর চেয়ারম্যান

ছবি: আবদুর রহমান খান।

এবারের বাজেট কোনোভাবে উচ্চাভিলাষী হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। এই বাজেটে খরচ কমানোর পাশাপাশি আয় বাড়াতে কর ছাড় তুলে দেওয়ার ইঙ্গিত দেন তিনি। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সামষ্টিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত সেমিনারে এ তথ্য জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান জানান, নতুন অর্থবছরে করছাড় কমিয়ে আনা হবে। ব্যবসায়ী-উদ্যোক্তাদের অযাচিত করছাড় দেওয়ার প্রবণতা বন্ধে সংসদের হাতে তুলে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। রাজস্ব আয় বাড়ানোর পথে সুশাসনের অভাব বড় বাধা বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. মাশরুর রিয়াজ বলেন, নতুন বাজেটে বড় প্রবৃদ্ধির মোহ থেকে সরে এসে সরকারকে আপাতত তিন চার শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নজর দিতে হবে মূল্যস্ফীতি কমানোর দিকে।

রিয়াজ বলেন, রফতানি ও রেমিট্যান্সের গতি ভালো হলেও বিনিয়োগের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন জরুরি।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2