• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চড়া মশলার বাজার, স্থিতিশীল চিনি-তেল-ডাল   

প্রকাশিত: ১৫:০১, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
চড়া মশলার বাজার, স্থিতিশীল চিনি-তেল-ডাল   

ফাইল ছবি

কোরবানির ঈদ সামনে রেখে চড়েছে মশলার বাজার। কেজিতে ৫শ থেকে ৮শ টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। কমেছে চাল, সবজি, মুরগিসহ বেশ কিছু পণ্যের দাম। মাছের দামও বেড়েছে। স্থিতিশীল রয়েছে চিনি, তেল, ডালের মত পণ্যের দর।  

সপ্তাহ তিনেক পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। প্রতিবছরই কোরবানির ঈদকে সামনে রেখে আগে-ভাগেই বাড়ে মশলার দাম। এবারো তার ব্যাতিক্রম নেই। তবে গতবছরের তুলনায় তা কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। এলাচের দাম কেজিতে ৮শ টাকা পর্যন্ত বাড়লেও অন্যান্য মসলার দাম নাগালের মধ্যেই আছে বলে দাবি তাদের।

স্বস্তি মিলতে শুরু করেছে চালের বাজারে। মিনিকেট মানভেদে ১০ থেকে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৪ টাকায়। যার প্রভাবে কমেছে আটাশ চালের দামও। বেশিরভাগ সবজির দামও কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। 

ঊর্ধ্বমুখী মাছের বাজার। কেজিতে কমপক্ষে ৫০ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের দেশি ও চাষের মাছের দাম। 

কমেছে মুরগির দাম। ১০ টাকা কমে ব্রয়লার কেজিতে ১৬০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। তবে ডিমের দাম কিছুটা বেড়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2