কমেছে মুরগির দাম, মাছের বাজার চড়া

কিছুটা কমেছে মুরগির দাম। তবে, চড়া মাছের বাজার। এদিকে, কোরবানির ঈদ সামনে রেখে মশলার বাজার এখনো স্বাভাবিক। দুই-একটি বাদে বেশিরভাগ মসলার দামই অপরিবর্তিত।
দীর্ঘদিন পর স্বস্তি মিলছে মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মিলছে ১৫০ টাকায়। কমেছে সোনালী মুরগির দামও। মানভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৬০ টাকায়।
সবজির বাজারেও কিছুটা স্বস্তি। পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রায় প্রতিটি সবজিই মিলছে ৪০ থেকে ৫০ টাকায়।তবে, মাছের দাম অনেকটাই উর্দ্ধমুখী।
এদিকে, কোরবানির ঈদ সামনে রেখে এখনো স্বাভাবিক রয়েছে মশলার বাজার। সবধরণের মশলাই বিক্রি হচ্ছে আগের দামে। কমেছে আদা রসুনের দাম। প্রতি কেজি আদা ১০০ থেকে ১২০ আর রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়।
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারের আরো তদারকি চান ক্রেতারা।
বিভি/এসজি
মন্তব্য করুন: