জোর করে শর্ত চাপিয়ে দিতে পারেনি আইএমএফ: অর্থ উপদেষ্টা

ছবি: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বাংলাদেশের ওপর জোর করে কোন শর্ত চাপিয়ে দিতে পারেনি। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ ইকোনমিক অলিম্পিক অলিম্পিয়াড-২০২৫ এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা।
‘অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা’ এই স্লোগান সামনে রেখে অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, সরকারে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করে যাচ্ছে।
এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বিগত পাঁচ দশকে অর্থনীতির প্রবৃদ্ধির সুফল সকল শ্রেণির কাছে পৌঁছানো সম্ভব হয়নি। বৈষম্য রয়েই গেছে। প্রতিবছর দেশে প্রবৃদ্ধি বাড়লেও তা যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে পারছেনা বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। ক্ষমতাসীনদের সাথে যাদের সখ্যতা তাদেরকেই গত পাঁচ দশক সুবিধা দেয়া হয়েছে বলে ড. ফাহমিদা মন্তব্য করেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: