• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাজেট ২৫-২৬: কমছে উন্নয়ন কর্মসূচির আকার ও সরকারি ব্যয়

প্রকাশিত: ১৬:২০, ২ জুন ২০২৫

ফন্ট সাইজ
বাজেট ২৫-২৬: কমছে উন্নয়ন কর্মসূচির আকার ও সরকারি ব্যয়

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যায় এবং উন্নয়ন কর্মসূচির আকার কমানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া বাজেট বক্তৃতায় তিনি একথা জানান। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় নিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে ২৩ হাজার কোটি টাকা কমিয়ে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করছি।

তিনি আরও বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের সরকারি ব্যয় ৫৩ হাজার কোটি টাকা। যা কমিয়ে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে করে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি।

চলতি অর্থবছরের বাজেট ঘাটতি প্রাক্কলন ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা করা হয়েছিল। সংশোধিত বাজেটে এটি ২ লাখ ২৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। যা জিডিপি’র ৪.১ শতাংশ বলেও জানান অর্থ উপদেষ্টা।

 

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2