• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে 

বাসস

প্রকাশিত: ২০:৩৪, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে 

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থাকার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১৮ মেগাওয়াটে।

মঙ্গলবার (১৫ জুলাই) কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একযোগে চালু থাকায় সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত আটটা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১, ২ ও ৩নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত বুধবার ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে জেলায় বৃষ্টিপাতের  ফলে  কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর পানি বৃদ্ধির ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এই পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার রাত আটটা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৯৮ দশমিক ৬৭ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এই সময় হ্রদে পানি থাকার কথা ৮৬ দশমিক ০৮ এমএসএল। অর্থাৎ বর্তমান সময়ে প্রায় ১২ ফুট পানি বেশি রয়েছে কাপ্তাই হ্রদে। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2