• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ঘোষিত বাজেট আশাব্যঞ্জক, তবে বাস্তবায়নে কষ্ট হবে: সিপিডি

প্রকাশিত: ১৪:৪০, ৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
ঘোষিত বাজেট আশাব্যঞ্জক, তবে বাস্তবায়নে কষ্ট হবে: সিপিডি

ছবি: ফাইল ফটো

ঘোষিত বাজেটের অর্থনৈতিক প্রক্ষেপণগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করা উচিত, এটি অনৈতিক, কোনভাবেই সমর্থনযোগ্য নয়। জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর এক হোটেলে 'জাতীয় বাজেট ২০২৫-২৬ সিপিডির পর্যালোচনায়' এ কথা বলা হয়েছে। এসময় সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বলা হয়েছিলো বাজেটে সামগ্রিক উন্নয়নে নজর দেওয়া হবে। তবে এই প্রত্যয় বাজেটের পদক্ষেপে প্রতিফলিত হয়নি।

তিনি বলেন, ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা আসছে অর্থবছর থেকে বাস্তবায়ন করলে সাধারণ মানুষ উপকৃত হতো। সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, ঘোষিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশা পূরণের জায়গায় হতাশাজনক। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2