• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস

প্রকাশিত: ২৩:৩৪, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস

স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল ২ জুলাই (বুধবার) থেকে নতুন দাম কার্যকর হবে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। এর আগে এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।

বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচামালের চাহিদা-জোগানের ভারসাম্য বিবেচনায় নিয়ে এই নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2