• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন আন্দোলনকারীরা   

প্রকাশিত: ০৯:২৭, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন আন্দোলনকারীরা   

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন সংস্থাটি সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। মঙ্গলবার (৮ জুলাই) সকালে চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা প্রার্থনা করেন তারা।

জানা গেছে, প্রায় দুইশর মতো আয়কর ক্যাডার কর্মকর্তা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে ব্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন। তাদের মধ্যে ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯, ২৮ ব্যাচের কর্মকর্তা বেশি। 

নাম প্রকাশ না করার শর্তে ক্ষমা চাওয়া একাধিক কর্মকর্তা জানান, রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রথম দিকে কর্মকর্তা-কর্মচারীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন। কিন্তু কমপ্লিট শাটডাউনের মতো অর্থনীতির জন্য ক্ষতিকর কর্মসূচি দেওয়া ঠিক হয়নি। এতে দেশের আর্থিক ব্যবস্থাপনার ওপর চাপ পড়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবং নিজেদের ভুল বুঝতে পেরে সবাই এনবিআরের চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইছেন।

অবশ্য একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এনবিআর চেয়ারম্যান বলেছেন ব্যক্তিগতভাবে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমা করে দিয়েছেন। তবে আন্দোলনের কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।’

এর আগে গত সপ্তাহে এনবিআরের দুজন সদস্যসহ সব মিলিয়ে সংস্থাটির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাদের অধিকাংশই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া আন্দোলন প্রত্যাহারের পর এ পর্যন্ত তিনজন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2