স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না: আমীর খসরু

ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী
স্বচ্ছতা-জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে শেয়ারবাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ বিষয়ে এক আলোচনায় এ আহ্বান জানান তিনি।
আমীর খসরু জানান, ব্যাংক থেকে উচ্চসুদের অর্থায়ন চালু রেখে পুঁজিবাজারকে কখনো স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না। টেকসই বাজারের স্বার্থে বাস্তবভিত্তিক পুনর্গঠন জরুরি। শুধু কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি আকর্ষণীয় করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ডিএসই’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। এক বছরের মধ্যে বাজারে অন্তত ১০টি আইপিও আনার লক্ষ্যে ডিএসই কাজ করছেন বলে জানান তিনি। সিএসই চেয়ারম্যান এ কেএম হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না।
বিভি/এআই
মন্তব্য করুন: