‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’র কাজে ব্যয় কত?

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরতে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের নির্মাণ বা সংস্কারকাজ সরাসরি ক্রয়পদ্ধতিতে সম্পন্ন করা হবে। অর্থাৎ এই কাজের কোনো দরপত্র ডাকা হবে না। এতে ব্যয় হবে ১১১ কোটি টাকারও বেশি।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের মোট ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয় হবে।
জানা গেছে, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের সিদ্ধান্ত গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। আগামী ৫ আগস্ট এ জাদুঘরের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: