কমেছে পাম তেলের দাম, বাজার মনিটরিং জোরদারের নির্দেশ

ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমেছে খোলা পাম তেলের দাম। পাম তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা থেকে ১৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে। তবে এই মূল্যহ্রাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে অতিরিক্ত মুনাফা করতে পারে—এমন আশঙ্কায় বাজারে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিটিটিসির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ৩ আগস্টের বৈঠকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের সমন্বিত দাম ঘোষণা করে। এতে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। কিন্তু পাম তেলের দাম প্রতি লিটার ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়।
বিটিটিসির বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমে যাওয়ায় এর আমদানি অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে স্থানীয় বাজারে খোলা সয়াবিন তেলের দাম পাম তেলের তুলনায় লিটারে ১৯ টাকা বেশি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে বাড়তি মুনাফা করার চেষ্টা করতে পারে।
এই পরিস্থিতি এড়াতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় স্থানীয় প্রশাসনকে বাজারে তদারকি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে যাতে কেউ অনৈতিকভাবে ভোক্তাদের ক্ষতি করতে না পারে।
বিভি/এসজি
মন্তব্য করুন: