লাগামহীন সবজি ও ডিমের দাম, স্বস্তি নেই মাছের বাজারেও

সাধারণ মানুষের নিয়মিত চুলায় ওঠা সবজির দাম লাগামহীন বেড়েছে। বেশিরভাগ সবজির কেজিই ১০০ টাকা ছুঁই ছুঁই। গরীবের পুষ্টির উৎস ডিমের দামও বাড়তি। ডজনে বেড়েছে ৩০ টাকা। স্বস্তি নেই মাছ বাজারেও। এদিকে, প্রায় দুই মাস ধরেই চড়া চালের দাম।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর পলাশী বাজারে ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৯০ টাকা, টমেটো ১৫০ টাকা, করোলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি ৯০ টাকা। শসা ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা। কাঁচা মরিচ ২৮০ টাকা, ছড়া কঁচু ৬০ টাকা এবং গাজরের কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, প্রায় দুই সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, তাদেরই কিনতে হচ্ছে বেশি দরে।
চড়েছে মুরগীর দামও। সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকা আর দেশী মুরগী ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বেশ অস্বস্তি মাছ বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছ কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা।
এদিকে, নতুন চাল বাজারে এলেও প্রায় দুই মাস ধরেই দাম বাড়তি।
বিভি/এসজি
মন্তব্য করুন: