• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাইয়ে রাজস্ব আদায় ২৭ হাজার ২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪ শতাংশ

প্রকাশিত: ১৭:৩২, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জুলাইয়ে রাজস্ব আদায় ২৭ হাজার ২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৮৬৩ কোটি টাকা কম। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ।

বুধবার (২০ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ প্রতিবেদন বলছে, জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রধান তিন খাতের মধ্যে কাস্টমস থেকে এসেছে ৯ হাজার ৬০১ কোটি টাকা। পাশাপাশি ভ্যাট থেকে ১১ হাজার ৩৫২ কোটি টাকা এবং আয়কর থেকে ৬ হাজার ২৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আর সবচেয়ে বেশি ভ্যাট থেকে আদায়ের প্রবৃদ্ধি সাড়ে ৩২ শতাংশ।

গত অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। 

এনবিআর কর্মকর্তাদের মতে, আমদানি শুল্ক ও ভ্যাট আহরণে কিছুটা ধীরগতি থাকলেও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রবৃদ্ধি রাজস্ব আদায়কে সামগ্রিকভাবে এগিয়ে নিয়েছে। অর্থনীতির সামগ্রিক চাপ, শুল্কনীতি পরিবর্তন ও ভোগ কমে যাওয়ার প্রভাব জুলাই মাসের রাজস্ব আদায়ে প্রতিফলিত হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2