• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়ায় দক্ষ কর্মী পাঠানোয় জোর দিচ্ছে সরকার

প্রকাশিত: ২২:৪৭, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়ায় দক্ষ কর্মী পাঠানোয় জোর দিচ্ছে সরকার

ছবি: ড. আসিফ নজরুল

সরকার এখন দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যের ট্র্যাডিশনাল বাজারের চেয়ে সরকার ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়ায় দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দিচ্ছে। এজন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে বলে জানান ড. আসিফ নজরুল।

আগের চেয়ে এ বছর লোক যাওয়ার সংখ্যা কিছুটা কমলেও রেমিটেন্সের প্রবৃদ্ধি ২৪ শতাংশ বেড়েছে বলে জানান তিনি।

মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে সব এজেন্সিকে অথবা বোয়েসেলের মাধ্যমে পাঠানোর কথা দেশটির সরকারকে বলা হয়েছে বলে জানান উপদেষ্টা। 

তিনি আরও বলেন, সিন্ডিকেট ভাঙার সব ধরনের চেষ্টা করছে সরকার।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2