• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চড়া সবজি-মাছ-মুরগির বাজার, বিরক্ত সাধারণ ক্রেতারা

প্রকাশিত: ১৪:৫২, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চড়া সবজি-মাছ-মুরগির বাজার, বিরক্ত সাধারণ ক্রেতারা

বাজারে বেশিরভাগ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকা। বেড়েছে মুগির দামও। ডিমের দাম কিছুটা কমলেও চড়া মাছের দাম। এদিকে, হঠাৎ কেজিতে ২০ টাকা বেড়েছে মসুর ডালের দাম। নিত্যপণ্যের উচ্চমূল্যে বিরক্ত সাধারণ ক্রেতারা। 

গেল মাসে বৃষ্টির অজুহাতে বেড়েছিল সবজির দাম। কিন্ত এক মাসের বেশি সময় পার হলেও এখনও স্বস্তি মিলছে না দামে। দু-একটি বাদে বেশিরভাগ সবজিরই দাম ৮০ থেকে ১০০ টাকার বেশি।

লাগামের মধ্যে না থাকায় সবজি কিনতে এসে হতাশ ক্রেতারা। ক্ষোভ প্রকাশও করেন অনেকে।

সবধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের ধারেপাশেও নেই ইলিশ।  

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার ১৭০টাকায় আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা।

এদিকে, হঠাৎ করে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালের দাম। দাম বাড়ার কারণ জানা নেই খুচরা ব্যবসায়ীদের।

অন্যদিকে কিছুটা স্বস্তি মিলছে ডিমের দামে। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: