• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিপ্রতি কত?

প্রকাশিত: ০০:০১, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিপ্রতি কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে।

এর আগে গত শনিবার ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা এবং তারও আগে ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে টানা তিন দফায় স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড গড়লো।

নতুন দামে ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকায় এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2