• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভোমরা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ কোটি টাকা বেশি রাজস্ব আয়

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১৯, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভোমরা স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ কোটি টাকা বেশি রাজস্ব আয়

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গেল ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি বাণিজ্যে ৯৭৮ কোটি ৭৭ লক্ষ ৯৮ হাজার ৮৯৯ টাকার রাজস্ব অর্জন হয়েছে। এই অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বন্দরে ৯৪৬ কোটি ২৩ লক্ষ টাকা রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। বাণিজ্য ব্যবস্থাপনার প্রতিকূল অবস্থার মধ্যেও এ বন্দর দিয়ে সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ কোটি ৫৪ লক্ষ ৯৮ হাজার ৮৯৯ টাকা অতিরিক্ত রাজস্ব অর্জিত হয়েছে। 

ভোমরা স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, ভোমরা বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ, কম খরচে পণ্য পরিবহন ও দ্রুত পণ্য ছাড় ব্যবস্থার কারণে বড় বড় আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। এছাড়া পথে-প্রান্তরে চাঁদাবাজির প্রবণতা না থাকায় ব্যবসায়ীরা আরও উৎসাহিত হচ্ছেন।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হলে এ বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য আরও গতিশীল হবে। এর ফলে রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। 

তিনি আরও জানান, সম্প্রতি আমদানির পাশাপাশি রফতানিও কিছুটা বেড়েছে। ধারাবাহিকভাবে এ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভোমরা বন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২৫-২৬ নতুন অর্থবছরে ভোমরা বন্দরে ১ হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য ব্যবস্থায় স্বচ্ছ অনুকূল পরিবেশ বজায় থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব বলে এই কাস্টমস কর্মকর্তা জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2