নিত্যপণ্যের দাম বেশি, হতাশ সাধারণ মানুষ

হঠাৎ করেই বেড়েছে মসুর ডালের দাম। কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা বেশিতে বিক্রি হচ্ছে বাজারে। আটা, ময়দার দামও বেড়েছে পাঁচ থেকে নয় টাকা পর্যন্ত। বাজারে বেশিরভাগ সবজির কেজি ৬০ থেকে ৮০ টাকা। গেল সপ্তাহের তুলনায় ডিম মুরগির দাম কিছুটা কমলেও, মাছের বাজার চড়া। এদিকে, সব জিনিসেরই দাম বেশি বলে হতাশা জানালেন বাজারে আসা সাধারণ মানুষ।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কোনো কারণ ছাড়াই বেড়েছে আটা-ময়দা ও মসুর ডালের দাম। মসুর ডালের দাম কেজিতে বত্রিশ টাকা আর আটা-ময়দার দাম বেড়েছে কেজিতে ৯ টাকা পর্যন্ত। দাম বাড়ার কারণ কোন অজুহাতও দেখাতে পারছেন না ব্যবসায়ীরা।
সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনো বেশিরভাগ সবজিরই দাম ষাট থেকে আশি টাকার ওপরে।
বাজারে সবধরণের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে, দাম নাগালের মধ্যে নেই নিম্ন ও মধ্য বিত্ত মানুষের। আর ইলিশ অনেকটা চিন্তার বাইরে।
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে মুরগির দাম। ব্রয়লার ১৭০ টাকায় আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা।
এদিকে, প্রতি ডজন ডিম মিলছে একশ পঁচিশ থেকে ত্রিশ টাকার মধ্যে।
বিভি/এসজি
মন্তব্য করুন: