স্বস্তি ফিরছে চাল-ডাল-সবজিতে, কমেছে ইলিশের দামও

দুয়েকটি ছাড়া বাজারে বেশিরভাগ পণ্যের দামে স্বস্তি ফিরছে। কমতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা চাল ও ডালের দাম। ইলিশের দাম কিছুটা কমলেও অন্যান্য মাছের দাম বাড়তি। কেজিতে ১০-১৫ টাকা কমেছে বেশিরভাগ সবজির দাম। মুরগির দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত গরুর গোশতের দাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। তাই দিনের প্রথমভাগে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও পরে বাড়তে থাকে। বৃষ্টির ভোগান্তি থাকলেও বাজারে এসে কিছুটা স্বস্তি মেলে তাদের। গেল সপ্তাহে বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা ছুঁই ছুঁই হলেও এ সপ্তাহে ৭০-৮০ টাকার মধ্যেই মিলছে। দাম আরও কমার আভাস দিলেন বিক্রেতারা।
প্রায় সব মাছের দামই বাড়তি। সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
এদিকে, মানভেদে মিনিকেট চালের দাম কেজিতে ২ টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। বাড়তে থাকা ডালের দামও কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। তেল, চিনিসহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল।
মুরগির বাজারে ব্রয়লার ১০ টাকা বেড়ে ১৮০ টাকা কেজি এবং সোনালি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। আগের দাম ৭৫০ টাকা কেজিতেই মিলছে গরুর গোশত।
বিভি/টিটি
মন্তব্য করুন: