• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত

প্রকাশিত: ২২:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের তত্ত্বাবধানে বোর্ড সদস্যদের সাথে মিটিং হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বোর্ড থাকবে। ব্যাংকগুলো সম্পূর্ণ একীভূত হয়ে গেলে, বোর্ডের বিলুপ্তি ঘটবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি করে টিম কাজ করবে সেসব ব্যাংকে।

এছাড়াও, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার নিয়ে আলোচনা হয়েছে আজকের বোর্ড সদস্য সভায়। খেলাপি ঋণ আদায়ে বিস্তর আলোচনা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: