• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২.২৩ বিলিয়ন ডলার 

প্রকাশিত: ২০:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২.২৩ বিলিয়ন ডলার 

ফাইল ছবি

সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহ। চলতি মাসের প্রথম ২৪ দিনেই দেশে এসেছে ২ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ২৫৫ কোটি। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান এ তথ্য জানান।

তিনি জানান, ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ২৩ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৭ হাজার ২৫৫ কোটি।

এই ধারা অব্যাহত থাকলে পুরো মাস শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার আসতে পারে বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৫০ লাখ ডলার।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2