• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা, দাম বেড়েছে প্রায় দ্বিগুণ

প্রকাশিত: ০৯:০৫, ৯ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:০৭, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা, দাম বেড়েছে প্রায় দ্বিগুণ

ছবি: সংগৃহীত

হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এতো দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। তবে আড়ৎদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন, মৌসুম শেষে সরবরাহ ঘাটতিই দাম বাড়ার বড় কারণ। আতঙ্কিত না হয়ে, সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার আভাস দিচ্ছেন তারা। 

বাজারে ক্রেতাদের ক্ষোভ দীর্ঘ দিন পর। এক প্রকার আমদানি ছাড়াই সারা বছর ভোক্তাকে সন্তুষ্ট রাখার মতো বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি। বছরব্যাপী ৫০ থেকে ৭০ টাকা কেজির  মধ্যেই ওঠানামা করেছে রান্নার দরকারি এই মসলাটি। তবে সপ্তাহ দুয়েকের ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে ঠেকেছে ১২০ টাকায়। 

রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় পণ্যটির মজুত আছে চোখে পরার মতোই। তবে আড়ৎদাড়রা বলছেন চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান লাগায় এক লাফে দাম বেড়েছে ৪০ শাতংশ। 

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (২০২৫-২৬) জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে ১৩ হাজার টন। গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময় আমদানি ছিলো ২ লাখ ৪৬ হাজার টন।


 

বিভি/এআই

মন্তব্য করুন: