• NEWS PORTAL

  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট-২০২৫’

প্রকাশিত: ১৯:২৯, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:২৯, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট-২০২৫’

বাংলাদেশে ইসলামিক ফিন্যান্স শিল্পের ভিত্তি সুদৃঢ় করা ও এই খাতকে দক্ষিণ এশিয়ার উদীয়মান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন,‘বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট-২০২৫’। 

রবিবার (১৬ নভেম্বর ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সামিটটি অনুষ্ঠিত হবে রাজধানীর শেরাটন ঢাকার ক্রিস্টাল বলরুমে।

আয়োজক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড (IFA Consultancy Ltd.), আন্তর্জাতিক সংস্থা AAOIFI (Accounting and Auditing Organization for Islamic Financial Institutions)-এর সহযোগিতায় এই সামিটের আয়োজন করছে।

এই বছরের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, Overcoming the Challenges in the Islamic Finance Industry in Bangladesh 2.0। আলোচনায় নিয়ন্ত্রক সংস্থা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক শরিয়াহ্ বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং শিল্প প্রশাসনের অভিজ্ঞ ব্যক্তিরা অংশ নেবেন। নীতিনির্ধারণী সংলাপ, প্রায়োগিক প্রশিক্ষণ, পেশাদার কর্মশালার মাধ্যমে ইসলামি ফিন্যান্স ও ব্যাংকিংয়ে সুশাসন জোরদার, আর্থিক অন্তর্ভুক্তির ত্বরান্বিতকরণ, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে AAOIFI-এর বৈশ্বিক মানদণ্ড বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর উপ-প্রধান অতিথি হিসেবে থাকবেন ডেপুটি গভর্নর ড. কবির আহমেদ।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে অংশ নেবেন- মুফতি ড. মুহাম্মদ ইমরান আশরাফ উসমানি (পাকিস্তান), ড. মোহাম্মদ এস্কান্দার শাহ মোহাম্মদ রশিদ (সিইও, ISRA Consulting, মালয়েশিয়া), মুফতি শাকির জাখুরা (সিনিয়র ম্যানেজার, অ্যাওক্বাফ শরীয়াহ্ ডিপার্টমেন্ট), প্রফেসর  মুফতি ড. যুবায়ের উসমানি (পাকিস্তান), প্রফেসর ড. হাবিবুল্লাহ যাকারিয়া (IIUM, মালয়েশিয়া) এবং অন্যান্য বিশেষজ্ঞগণ। 

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত থাকবেন জনাব আব্দুল মান্নান (চেয়ারম্যান, IBCF, CSBIB, FSIBL), সিটি ব্যাংক লিমিটেডের এমডি জনাব মাশরুর আরেফিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জনাব আব্দুল আওয়াল সরকার এবং প্রফেসর ওমর ফারুক ও অন্যান্য বরেণ্য ব্যক্তিগণ।

এই সামিটের অন্যতম সংগঠক ড. মুফতি ইউসুফ সুলতান, যিনি আইএফএ কনসালটেন্সি লিমিটেডের কো-ফাউন্ডার ডিরেক্টর এবং আদল এডভাইজরি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও। সঙ্গে রয়েছেন ইসলামি অর্থনীতিবিদ, আইএফএ কনসালটেন্সি লিমিটেডের কো-ফাউন্ডার ও পরিচালক, মুফতি আবদুল্লাহ মাসুম। 

আয়োজকদের প্রত্যাশা, এই সামিট বাংলাদেশের ইসলামিক ফিন্যান্স শিল্পের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা মনে করেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ খাতের সুশাসন ও মানোন্নয়ন ত্বরান্বিত হবে। ইসলামী অর্থনীতির নীতিমালা বাস্তবায়নে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে কাজ করবে।

সামিটের মাধ্যমে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে। সার্বিকভাবে, এটি বাংলাদেশের ইসলামি অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2