সরবরাহ বাড়লেও দাম সহনীয় নয় শীতকালীন সবজির
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্রেতার কাছে সহনীয় নয়। মাছ, মুরগি, ডিমের দাম অপরিবর্তিত। মুড়িকাটা পেঁয়াজের অপেক্ষা বিক্রেতাদের। তবে, মোটা চালের দামে কিছুটা স্বস্তি।
রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারের বিক্রেতারা বলছেন, দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে । তবে ক্রেতাদের দাবি- শীতের এ সময়টাতে মৌসুমী সবজির দাম অন্য বছরের তুলনায় এখনো বাড়তি। বাজারে সরবরাহ কমতির কারণে সুখবর নেই পেঁয়াজের দামে। আদা-রসুনের দাম সহনীয়।
এদিকে, মাছের দামে ক্রেতা-বিক্রেতা উভয়ই স্বস্তির কথা জানালেন।
নতুন চাল এখনো বাজারে না এলেও মোটা চালের দাম কিছুটা কমেছে।
গত সপ্তাহের মত এই সপ্তাহেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। এছাড়া ডিমের দামেও তেমন কোনো পরিবর্তন নেই।
বিভি/এসজি




মন্তব্য করুন: