• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

দুই দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: ২১:৫৭, ২৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুই দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় আগামী দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২৭ নভেম্বর এবং ২৯ নভেম্বর—এই দুই দিন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের ভোগান্তি কমাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার বিকল্পভাবে সচল রাখার ব্যবস্থা করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার স্বার্থে এই সাময়িক অসুবিধা। এই জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2