• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

টানা ৪ মাস কমেছে দেশের পণ্য রফতানি

প্রকাশিত: ২১:৩৪, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টানা ৪ মাস কমেছে দেশের পণ্য রফতানি

টানা ৪ মাস ধরে কমেছে পণ্য রফতানি। সদ্য সমাপ্ত নভেম্বর মাসে রফতানি হয়েছে ৩৮৯ কোটি ডলারের পণ্য। এই রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কম।

চলতি অর্থবছরের প্রথম মাসে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিলো। তারপর তিন মাস, অর্থাৎ আগস্টে ২ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ৪ দশমিক ৬১ শতাংশ এবং অক্টোবরে পণ্য রফতানি কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। এতে করে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) সামগ্রিক পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ৬২ শতাংশ। যদিও গত অর্থবছর পণ্য রফতানি বেড়েছিলো সাড়ে ৮ শতাংশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পণ্য রফতানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ২ হাজার ৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬২ শতাংশ বেশি। গত বছর প্রথম পাঁচ মাসে রফতানি হয়েছিল এক হাজার ৯৯১ কোটি ডলার।

ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত নভেম্বরে নিটওয়্যার ও ওভেন উভয় ধরনের তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি, প্লাস্টিক ও হোম টেক্সটাইল পণ্যের রফতানি কমেছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, ওষুধ ও প্রকৌশল পণ্যের রফতানি বেড়েছে। মূলত তৈরি পোশাকের রফতানি ৫ শতাংশ কমে যাওয়ায় সামগ্রিক পণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেছে।

দেশের মোট রফতানি ৮০ শতাংশ তৈরি পোশাক। টানা চার মাস ধরে তৈরি পোশাকের রফতানি কমলেও অর্থবছরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। গত জুলাইয়ে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ২৪ শতাংশ। পরের মাসে রফতানি কমে পৌনে ৫ শতাংশ। আর সেপ্টেম্বরে কমেছিল প্রায় সাড়ে ৫ শতাংশ। অক্টোবরে রফতানি হয় ৩০২ কোটি ডলার এবং সবশেষ নভেম্বরে রফতানি হয়েছে ৩১৪ কোটি ডলার, যা গত বছরের নভেম্বরের তুলনায় ৫ শতাংশ কম।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ১ হাজার ৬১৩ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই রফতানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ০৯ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ৫ মাসে রফতানি হয়েছিল ১ হাজার ৬১২ কোটি ডলারের তৈরি পোশাক।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্য। চলতি অর্থবছর এখন পর্যন্ত ইতিবাচক ধারায় আছে এই খাতের রফতানি। গত জুলাই-নভেম্বরে রফতানি হয়েছে ৫১ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এই রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৮ শতাংশ বেশি।

পণ্য রফতানিতে তৃতীয় শীর্ষ খাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ৪৬ কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রফতানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় পৌনে ৬ দশমিক ৮১ শতাংশ কম।

দেশের পাট ও পাটজাত পণ্যের রফতানি এখনো ইতিবাচক ধারায় আছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ৩৪ কোটি ৬৩ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে। এই রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩৬ শতাংশ বেশি। শুধু গত মাসে ৬ কোটি ৮৯ লাখের ডলারের পাট ও পাটজাত পণ্যের রফতানি হয়েছে।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2