• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন, বিঘ্নিত লেনদেন 

প্রকাশিত: ২১:৫০, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন, বিঘ্নিত লেনদেন 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে দেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ও আন্তঃব্যাংক লেনদেন। বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে সার্ভার বিকাল ৪টার পর থেকে সচল নেই, যার ফলে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট এবং কার্ডভিত্তিক লেনদেন সবই ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে পুরো সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। বিকাল ৪টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আইটি টিম কাজ করছে। কখন পুরোপুরি ঠিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আশা করছি শিগগিরই সমস্যাটি সমাধান হবে।

এদিকে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের নোটিশের মাধ্যমে জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিস্টেমটি যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা হবে। আমরা দুঃখিত এবং আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2