• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

পূর্বের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে সর্বোচ্চ দাম স্বর্ণের 

প্রকাশিত: ১৮:৫৮, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পূর্বের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে সর্বোচ্চ দাম স্বর্ণের 

সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৩ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ।

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পূর্বাভাস, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটেছে।

চলতি বছরে এখন পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে সোনার দাম ভরিতে এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। সোমবার থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা।

তবে সোনার দাম বাড়লেও আপাতত অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2