• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

টালমাটাল স্বর্ণের বাজার, বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ দাম

প্রকাশিত: ১৮:৪৮, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টালমাটাল স্বর্ণের বাজার, বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ দাম

বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৭০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুটির দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯৯ দশমিক ৯৩ ডলারে। লেনদেনের একপর্যায়ে তা আরও বেড়ে ৪ হাজার ৭০১ দশমিক ২৩ ডলারে পৌঁছে, যা স্বর্ণের দামে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং ইউরোপীয় দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু স্বর্ণ নয়—রুপার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। লেনদেনের শুরুতে রুপার দাম রেকর্ড ৯৪ দশমিক ৭২ ডলারে পৌঁছায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের তথাকথিত ‘বিঘ্নকারী’ নীতি ও ফেডারেল রিজার্ভের ওপর হস্তক্ষেপের প্রচেষ্টা বৈশ্বিক অর্থনীতিতে আস্থার সংকট তৈরি করেছে, যা সরাসরি স্বর্ণের বাজারে বাড়তি গতি এনেছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, প্রথাগত রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে নেওয়া ট্রাম্পের সিদ্ধান্তগুলো মূল্যবান ধাতুর বাজারের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত সংক্রান্ত একটি মামলার শুনানি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে তৈরি হওয়া অনিশ্চয়তাও স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও ট্রাম্প বারবার সুদের হার কমানোর আহ্বান জানিয়ে আসছেন, তবে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

বিশ্লেষকদের মতে, সাধারণত অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকটের সময়ে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের চাহিদা দ্রুত বাড়ে।

স্বর্ণের দাম আকাশচুম্বী হলেও প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দাম বিশ্ববাজারে কিছুটা কমেছে। নিরাপদ বিনিয়োগের প্রধান মাধ্যম হিসেবে বর্তমানে বিশ্বজুড়ে স্বর্ণেরই জয়জয়কার চলছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত