• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দামে বড় পতন

প্রকাশিত: ২১:১৫, ৩০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দামে বড় পতন

বিশ্ববাজারে রেকর্ড সাড়ে পাঁচ হাজার ডলারের মাইলফলক অতিক্রমের পর স্বর্ণের দামে বড় পতন হয়েছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়ায় এই মূল্যবান ধাতুর দাম কমেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৭ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৯২ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৬ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৯৮৫ ডলারে নেমে এসেছে। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছায়।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক ঊর্ধ্বগতির পর বাজারে কিছুটা স্থিতিশীলতা স্বাভাবিক। তবে স্বর্ণের দাম এখনো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আরেক বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘স্বর্ণের দাম বর্তমান স্তর থেকে আরও অনেকটা নামতে পারে। তবে পরবর্তীতে পুনরুদ্ধার হবে। ২০২৬ সালে স্বর্ণের গড় দাম হবে ৫ হাজার ৩৭৫ ডলার, যা চতুর্থ প্রান্তিকে সর্বোচ্চ ৬ হাজার ৪০০ ডলারে পৌঁছাতে পারে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ১৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৯৯ দশমিক ৭৭ ডলারে নেমে এসেছে। এর আগে বৃহস্পতিবার রুপা রেকর্ড ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছিল। চলতি মাসে ধাতুটির দাম ৪২ শতাংশ বেড়েছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ১৫ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ২১৬ দশমিক ৫৫ ডলারে নেমেছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১৩ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭৩৭ দশমিক ৫০ ডলারে নেমে আসে।

এদিকে শুক্রবার সকালে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। এদিন ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: