• NEWS PORTAL

  • শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

শ্রমিক দলের আহ্বানে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, বিঘ্নিত কার্যক্রম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১২:৪৭, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শ্রমিক দলের আহ্বানে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, বিঘ্নিত কার্যক্রম

জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বানে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড কে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে এই কর্মবিরতি পালন করছেন তারা। তবে বন্দর কতৃপক্ষের পরিচালক প্রশাসন ওমর ফারুক দাবি করেছেন বন্দর জেটিতে কাজ চলছে।  

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘন্টার জন্য চলবে কর্মসূচি। এর ফলে বন্দরে শ্রমিক উপস্থিতি কম দেখা গেছে। প্রবেশ পথে শ্রমিকদের অবস্থান দেখা গেছে। এ কর্মসূচির সমর্থনে বেলা ১১টায় শ্রমিক দলে বন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় বন্দর অচলের ডাক দিবেন তারা।

বন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কর্মসূচির কারণে সকাল থেকে বন্দরে প্রবেশ করতে পারছেনা পন্যবাহী লরি ও ট্রাক। তাদের দাবি কর্মসূচির কারণে বিঘ্নিত হচ্ছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। তবে ছুটির দিন হওয়ায় বন্দর কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাধারণ শ্রমিক ও চালকরা কর্মবিরতির বিরোধিতা করে বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনালের মতো নিউমুরিং কনটেইনার টার্মিনালও বিদেশিদের দিলে ভালো হবে, চুরি-দুর্নীতি বন্ধ হবে।   

বিভি/এসজি

মন্তব্য করুন: