• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতে লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম

প্রকাশিত: ১৬:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:০০, ২৮ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
ভারতে লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম

সেপ্টেম্বর মাসজুড়ে দু'য়েকদিন ছাড়া প্রায় প্রতিদিনই ভারতে স্বর্ণের দাম কমেছে। দেশটিতে সোমবারের (২৭ সেপ্টেম্বর) পর মঙ্গলবারও স্বর্ণের দাম অনেক কমেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বার সেপ্টেম্বর জুড়েই স্বর্ণের দাম পড়েছে, মাঝে দু’-চার দিন বাদ দিয়ে। ফলে, এবার পূজার আগে স্বর্ণ কেনার হিড়িক পড়তে পারে দোকানে দোকানে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাটের) স্বর্ণের দাম কমে হয়েছিলো ৪৮ হাজার ৪৫০ টাকা। গত সপ্তাহের চেয়ে দাম কমেছিল ১৫০০ টাকা। মঙ্গলবার আরও কমে দাম পৌঁছেছে ৪৬ হাজার ১৬২ টাকায়। আগের দিনের চেয়ে কমলো দু’হাজার টাকারও বেশি।

গত বছর এক দিন প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারাটের) স্বর্ণের দাম উঠেছিলো ৫৭ হাজার টাকার উপরে। সেই দামের নিরিখে মঙ্গলবার ধাতুটির দাম কমলো ১০ হাজার ২০০ টাকারও বেশি।

বিভি/এমএস

মন্তব্য করুন: