• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পেঁয়াজের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১৯:৩৫, ৮ অক্টোবর ২০২১

আপডেট: ২০:৪৯, ৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পেঁয়াজের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এই কারণে বাংলাদেশেও পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি কম হওয়ার পাশাপাশি ভারতে পেঁয়াজের দাম বাড়ায় আমাদের দেশেও দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে।’

ই-কমার্সে ক্ষতিগ্রস্তদের দায়ভার সরকার নেবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না। দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সংগে অনেকে জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম দামে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি। তাই সরকার এর দায় নেবে কেন?’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই ই-কমার্স প্রতিষ্ঠান ভালো করুক। তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার।’

বিভি/এমএস

মন্তব্য করুন: