• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

লভ্যাংশ দিতে পারবে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
লভ্যাংশ দিতে পারবে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

অ্যাসোসিয়েটেড অক্সিজেন

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎখাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদানের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য পরিচালনা পর্ষদ আগামী ২ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ১৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ৪২ টাকা ৪০ পয়সা। 

কোম্পাটিতে উদ্যোক্তা বিনিয়োগকারীদের শেয়ার আছে ৩০ দশমিক ৬৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৪ দশমিক ৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের শূন্য দশমিক ১৯ শতাংশ এবং ৪৫ দশমিক ১১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের অংশ রয়েছে ।

২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস স্টক লভ্যাংশ ইস্যু করে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2