• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরেক দফা বেড়েছে সবধরনের চালের দাম, সংকট ভোজ্যতেলের

প্রকাশিত: ১৪:০৮, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আরেক দফা বেড়েছে সবধরনের চালের দাম, সংকট ভোজ্যতেলের

চাল নিয়ে চালবাজি চলছেই

উর্ধ্বমুখী বাজারে আরেক দফা বেড়েছে সবধরনের চালের দাম। কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। আমদানি না করলে বৈশাখের আগে দাম কমার সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা।  

গেলো কয়েকমাস ধরেই উর্ধ্বমুখী চালের বাজার। একটু একটু করে বেড়ে মিনিকেট ৬৪ টাকায়, আটাশ ৪৮, আর নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭২ টাকা কেজিতে। এক সপ্তাহর ব্যবধানে কেজিতে বেড়েছে এক থেকে দেড় টাকা। শিগগির চালের দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। 

সংকট লেগেই আছে তেলের বাজারে। মুদি দোকানে সংকট ভোজ্যতেলের। কিছুদিন আগেও গ্যালন গ্যালন তেল সাজানো থাকলেও এখন আর সেসব শোভা পাচ্ছেনা। রমজানকে সামরে রেখে দাম বেড়েছে ছোলা বুটের। দাম বাড়ার ক্ষেত্রে ঘোষণার সাথে সাথেই কার্যকর হলেও ভ্যাট প্রত্যাহারের ঘোষণার কোন প্রভাব পড়েনি এসব পণ্যের দামে,  বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।

সবজির বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। বিক্রেতারা বলছেন কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে মানতে নারাজ ক্রেতারা।

বাড়তি মাছের দামও। বেড়েছে ইলিশের দাম। কেজিতে এক থেকে দেড়শ টাকায় বেড়ে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে এগারো'শ থেকে বারো'শ টাকায়। দাম বেড়েছে বেশিরভাগ দেশী মাছের। 
গরুর মাংস ছয়শ পঞ্চাশ এবং খাসি বিক্রি হচ্ছে নয়শ পঞ্চাশ টাকায়।
 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2