• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার, মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২২:০৪, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার, মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

ডিএসই ও সিএসই’র লোগো

টানা চার সপ্তাহের পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা। কিছু ব্যাংকের পুঁজিবাজারে আগ্রহ বাড়ায় বাজার আবারও ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য দুই বছর আগে গঠিত হওয়া ব্যাংকগুলোর বিশেষ তহবিলের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। এখনও পর্যন্ত ব্যাংকগুলো সাড়ে ছয় হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এই তহবিলের মধ্যে তিন হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে পুঁজিবাজারে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সরকারি ছুটি থাকায় গত সপ্তাহে চার কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন হয়। উল্লেখিত সময়ে তিন দিনই সূচকের উত্থান আর একদিন পতন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিলো। পরিসংখ্যান বলছে, বিদায়ী সপ্তাহে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর আগে টানা চার সপ্তাহের পতনে ৩১ হাজার ৬৪৬ কোটি টাকার ওপরে বাজার মূলধন হারায় ডিএসই।

এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকের পরই ঘুরে দাঁড়ায় দেশের শেয়ারবাজার। পাশাপাশি বিএসইসি’র সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের দাম এক দিনে ২ শতাংশের বেশি কমতে পারবে না। কারণ, শেয়ারের দরপতনের সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার বেঁধে দেওয়া হয়েছে ২ শতাংশে মূলত এসব কারণেই বাজার আবারও চাঙ্গা হয়েছে। 

এদিকে গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৪ দশমিক ৩১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৮ পয়েন্টে। তিনটি সূচক বাড়ায় বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৬৮৬ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার ২৩৯ টাকা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস ১৩ মার্চ লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ১০৬ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৩১ টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবস ১৬ মার্চ লেনদেন শেষে বাজারে মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪০ হাজার ৭৯২ কোটি ৬২ লাখ ৮২ হাজার ৯৭০ টাকা। এর মাধ্যমে টানা চার সপ্তাহ পর বাজারের মূলধন বাড়লো।

তথ্য বলছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৮৬ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৪২ টাকা। আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৭২ কোটি ১৪ লাখ ২০ হাজার ৬৩৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৮৫ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা, যা শতাংশের হিসাবে ২ দশমিক ১৫ শতাংশ কমেছে।

গত সপ্তাহে ডিএসইর ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৯টির, কমেছে ১০৩টির, আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। 

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছিল ২০৭টির, কমেছিল ১৫৬টির, আর অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ৮৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2