• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবি’র ট্রাক সেল নিয়ে নতুন পরিকল্পনা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবি’র ট্রাক সেল নিয়ে নতুন পরিকল্পনা 

ফাইল ছবি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবি’র ট্রাক সেলসহ নতুন ১৬টি সুপারিশ করেছে বাণিজ্যমন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্স। এনিয়ে কমিটির প্রথম সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনে সারাবছর টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেবে সরকার।’

সোমবার (৪ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভায় মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় এফবিসিসিআই, টাস্কফোর্সের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, টিসিবি’র চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে। এ কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এছাড়া ভ্যাট কমানোর ফলে দামের ওপর প্রভাব পড়েছে। গতকাল বাজারে সরেজমিনে গিয়ে এর প্রমাণ পাওয়া গেছে। সয়াবিন তেল এখন প্রতি লিটার ১৬০-১৬৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।’

তিনি বলেন, ‘ভ্যাট প্রত্যাহারের পর প্রচুর পরিমাণ তেল আমদানি করা হয়ছে। সবশেষ গত ২৬ মার্চ পর্যন্ত ৭০ হাজার টন তেল মজুদ রয়েছে। তারপরও কোথাও কোনো ত্রুটি থাকলে আমরা সেটা নির্ধারণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’

এছাড়াও দেশের বিভিন্ন জায়গা ট্রেক সেল বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এসব কিছুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কিছু কিছু জায়গায় চাঁদাবাজির প্রমাণ মিলেছে। এসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজি পণ‌্যের দাম বৃদ্ধির একটি অন্যতম কারণ উল্লেখ্য করে মন্ত্রী জানান, বেগুন আমার এলাকায় ১০ টাকা কেজি, আর ঢাকায় ৫০/৬০ টাকা। এটা কেন হচ্ছে? এর পেছনে কারা জড়িত তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিভি/এইচএস

মন্তব্য করুন: