• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিলো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ২৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিলো বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসইসির মুখপাত্র জানান, সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউর্ড, ফ্লুটিং রেট সাব অর্ডিনেটড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির মেয়াদ আট বছর।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ সিটি ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড কাজ করছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2