• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

`সরকারকে বেকায়দায় ফেলতেই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব`

প্রকাশিত: ১৪:০০, ২১ মে ২০২২

ফন্ট সাইজ
`সরকারকে বেকায়দায় ফেলতেই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব`

সরকারকে বেকায়দয় ফেলতেই বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। 

শনিবার (২১ মে) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলনে কক্ষে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি। 

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত হবে জানিয়ে এফবিসিসিআই সভাপতি আপাতত দাম বাড়ানো স্থগিত রাখার দাবী জানান। বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উতপাদন শিগগিরই শুরু করা যেতে পারে বলে পরামর্শ তার। হুজুগে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়লে অবকাঠামোগত উন্নয়ন থমকে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন বিকেএমইএ সভাপতি। 

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে ব্যবসায় ব্যয় বাড়বে ফলে দেশের  উতপাদন  ও রপ্তানি খাতের প্রতিযোগিতা ধরে রাখা সম্ভব হবে না বলে জানান বক্তারা। বিদুৎ ও জ্বালানী খাত অদক্ষতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা।

মন্তব্য করুন: