• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে ডিজিটাল মুদ্রা চালুর পরিকল্পনা

প্রকাশিত: ২১:০৪, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
দেশে ডিজিটাল মুদ্রা চালুর পরিকল্পনা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (সিডিবিসি)’ চালুর বিষয়ে পরীক্ষা চালানো হবে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

এ সময় ডিজিটাল মুদ্রা চালুর ব্যাপারে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় এর বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (সিডিবিসি) চালু করার মূল উদ্দেশ্য হলো ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান সহজতর করা এবং স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহ দেওয়া।’

সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই-কমার্সের প্রসার ব্যাপক হারে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে সিডিবিসি চালু করার লক্ষ্যে একটি উপযোগিতা পরীক্ষা পরিচালনা করা হবে।

মন্তব্য করুন: