• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাজেটে সার্বজনীন পেনশন স্বস্তি দিলেও বাস্তবতার সাথে বিস্তর ফারাক (ভিডিও)

মামুন আব্দুল্লাহ 

প্রকাশিত: ১৪:৪১, ২ জুলাই ২০২২

আপডেট: ১৮:১৩, ২ জুলাই ২০২২

ফন্ট সাইজ

নতুন বাজেটে নেই তেমন কোনো চমক। চ্যালেঞ্জের কথা বলা হলেও নেই সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা। সামাজিক নিরাপত্তায় সার্বজনীন পেনশন স্বস্তি দিলেও বাস্তবতার সাথে বিস্তর ফারাক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। করোনার চোখ রাঙানিতেও ভঙ্গুর স্বাস্থ্য খাত নিয়ে স্পষ্ট নীতি সহায়তা প্রয়োজন ছিলো বলে মনে করেন তারা।

গেলো বৃহস্পতিবার বড় কোনো রদবদল ছাড়াই সংসদে পাস হয় ২০২২-২৩ অর্থবছরের বাজেট। নির্দিষ্টকরণ বিল পাসের মধ্যদিয়ে সর্বসম্মতিক্রমে রেকর্ড ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটের কার্যকারিতা শুরু হয় শুক্রবার থেকেই। তবে পাসকৃত বাজেট নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। 

কেউ বলছেন বাজেট ব্যবসায়ী নির্ভর হলেও, নেই নিম্মবিত্ত বা নিম্ম মধ্যবিত্তদের জন্য কোন সুখবর। তবে বাজেট কেমন হলো, কি-ই বা ভাবছেন অর্থনিতিবিদরা। 

অভ্যন্তরীন খাত থেকে ঋণ কমিয়ে দীর্ঘ মেয়াদে বৈদেশিক ঋণ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। একই বাজেটে ভারসাম্য আনতে কর আওতা বাড়ানোর তাগিদ তাদের। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: