• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

টানা দরপত ঠেকাতে ফের পুঁজিবাজারে ফ্লোরপ্রাইস চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ২৮ জুলাই ২০২২

আপডেট: ২০:০৫, ২৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
টানা দরপত ঠেকাতে ফের পুঁজিবাজারে ফ্লোরপ্রাইস চালু

পুঁজিবাজারে টানা পরপতনের মুখে ফের ফ্লোরপ্রাইস ব্যবস্থা চালু করা হয়েছে। রবিবার (২৯ জুলাই) থেকে এই মূল্যের নিচে শেয়ার কেনাবেচা করা যাবে না।

বৃহস্পতিবার (২৮ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির নির্দেশনা অনুসারে, বৃহস্পতিবারসহ সর্বশেষ পাঁচ দিনের শেয়ারের গড় বাজারমূল্য হবে সংশ্লিষ্ট শেয়ারের ফ্লোর প্রাইস।

কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ দিলে, রেকর্ড তারিখের আগের দিনের শেয়ারের মূল্যের সঙ্গে সেটি সমন্বয় করে নতুন ফ্লোরপ্রাইস হবে।

নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং মূল্য হবে ওই শেয়ারের ফ্লোরপ্রাইস।

এর আগে ২০২০ সালের মে মাসে প্রথমবারের মতো দেশের পুঁজিবাজারে ফ্লোরপ্রাইস চালু করা হয়েছিল।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2